কালো মেঘের গর্জন  আসমানে-
ঝড় হবে এক্ষুণি ভয় জাগে মনে,
বুকের মাঝে জাগে হারাবার ভয়,
তারই মাঝে কি যেন কি হারাতে হয় ?
তটস্থ প্রাণে সঙ্গোপনে বসে ঘরের কোণে
ধরণীতে প্রকৃতি যেন লিপ্ত হলো নতুন রণে ।
একি সংশয়, একি শঙ্কা চারিদিকে-
ভয়ে কাঁপে বুক, থরথর করে যেন হৃদয় বাঁকে ।
ঝড় যদি বা আসে এই আকাশে
তুমি বল দিও মোরে এই আশে;
কে আমায় নিবে গো আপন করে-
তুমি যদি না করো আমায় তোমার তরে ।
বিপদে আপদে শঙ্কায় তুমি রবে
আমি নিশ্চিত রবো এই ভবে ;
তুমি যদি সহায় হও রও সাথে মোর-
ভয় করিনা কোনো কিছু ভেঙে ফেলবো দ্বোর,
যত ঝড়, ঝঞ্ঝা বিপদ হোক না আমার
তুমি সাথে রবে, শুধু করুণা চাহি তোমার ।