ঊষালগ্ন হতে পৃথিবীর বুকে-
এসেছিল- সেইসব দুর্বৃত্ত হায়েনা;
যারা জবাই করেছে মানবতা-
নিরস্ত্র  মানুষের পাঁঝর করেছে ঝাঁঝরা,
কেড়ে নিয়েছে, শান্তি-সুখ।
আলোর পৃথিবী ঢেকে দিয়েছে আঁধারে-
যত হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ঘটেছে-
ইতিহাস কথা বলে, সাক্ষী থাকে ।
সকল কিছুকে ছাড়িয়ে একটি রাত-
হত্যা করা হয়েছে বাঙালীদের !
হয়নি কখনো এমন বর্বরতা-
সেই একাত্তরের পঁচিশে মার্চ,
নৃশংস সেই কালো রাত, আর হায়েনা ;
পৃথিবী কেঁপে উঠেছিল গণহত্যায়,
যা দেখেনি কোনো চোখ ;
যা শুনেনি কোনো কান-
সেই বর্বর, হত্যাকান্ডের,
গণহত্যা দিবস, পঁচিশে মার্চ ।