স্বাধীনতা, আমার মুক্ত আকাশ,
মায়ের ভালোবাসার আঁচল-
বাবার হাতের স্নেহের পরশ,
মুক্ত মাটিতে স্বতঃস্ফূর্ত পদচিহ্ন
কাঁধের উপর ভাইয়ের বিশ্বস্ত বাহুডোর ;
আমার বোনের দুষ্টুমি আর খুঁনসুটি ।
আমার মুখগহ্বর থেকে উচ্চারিত শব্দমালা
আমার সাজানো গোছানো স্বপ্নের অবণী,
খাতার পাতায় আমার মুক্ত লেখনী ।
আলোচনার টেবিলে বিতর্কের কথামালা
স্বাধীনতা, পৃথিবীতে মুক্ত মাটির ভূখন্ড
দিনের পরে ক্লান্ত শরীরের শান্তি দুদন্ড ।
স্বাধীনতা, আমার ন্যায্য মৌলিক অধিকার
মাথা উঁচু করে চলা আমার বাঙালি প্রথা
ভালোবাসি, বাঙালি, বাংলাদেশ-
আর সোনার বাংলার স্বপ্নকথা ।