স্বাধীনতা তোমায় আমি খুঁজে পাই
এই বাংলার আকাশে,
স্বাধীনতা তোমার গন্ধ ভাসে
এই না বাতাসে;
স্বাধীনতা তোমার জন্য দিলো-
জীবন লাখো শহিদ,
স্বাধীনতা তোমার জন্য
ভাঙতে পারি শত্রুদের ভিত।
স্বাধীনতা তোমার জন্য
লাল সবুজের পতাকা,
তোমার স্নিগ্ধ ছবি
আমার হৃদয়ে আঁকা;
তোমায় নিয়ে কত কবিতা-
কত গান,
তোমার জন্য অজস্র মানুষ
দিয়ে যায় প্রাণ ।
তোমার জন্য স্বাধীনতা
আঁকা হয় কত ছবি,
তোমার জন্য স্বাধীনতা
সবাই হয়ে যায় কবি ।
তোমায় নিয়ে ভাবুকেরা
ভাবে নিত্যদিন,
তোমার স্বপ্ন বুকে নিয়ে
কাটে সবার সারা দিন।
তোমার কাছে ঋণের বোঝা
কি দিয়ে করবো শোধ ?
এই পৃথিবীর মানুষের
হয় যদি একটু বোধ !