মা যে আমার বড় আপন,
মায়ের মতো এমন নেই;
মায়ের সাথে অসদ আচরণ-
কেউ করোনা ভাই ।
দশমাস দশ দিন গর্ভে ধরে,
আনলো যে এই বসুন্ধরে ।
ছিলাম মোরা অবুঝ অসহায়-
কান্না ছাড়া ছিল না উপায় ।
মা মোদের করতেন কত-
আদর সোহাগ মমতা,
মায়ের ঋণ শোধ করার-
নেই মোদের ক্ষমতা ।
মা কত কষ্ট করে-
করেছেন বড় আমাদের ;
মাকে মোরা দেব না কষ্ট
এই প্রতিজ্ঞা মোদের ।
মা মোর কাজের অনুপ্রেরণা,
মা যে আমার কর্ম, স্বপ্ন, কল্পনা ।
মাকে ছাড়া জীবন মোদের খর্ব ,
মা হলো আমাদের গর্ব ।
করবো মোরা মায়ের সেবা-
দিবো না তো কষ্ট,
কষ্ট দিলে মাকে মোরা-
জীবন মোদের হবে নষ্ট ।