ওই জারজ, তুই কি জানস ?
কার নামে তুই কটুক্তি করস !
যার সৃষ্টি না হলে, সৃষ্টি হতো না মহাবিশ্ব
পৃথিবী ধূ-ধূ মরু, মানবতা থাকতো নিঃস্ব,
আশরাফুল মাখলুকাতের সেরা তিনি
আরশ পাকে চরণ রেখেছেন যিনি।
জাহিলিয়াতের আঁধার কাটিয়ে ফুটিয়েছেন আলো
তাঁর সুরেতে সুর তুলিলে জগত লাগে ভালো ;
তাঁর নূরের রশ্মি দিয়ে কিরণ দেয় শশী
তাঁর হাতেই রবে জানিস শাফায়াতের রশি-
তাঁর কণ্ঠেই জাদুমাখা যেন মধুঢালা
তাঁর কপোলের বিভায় যেন দুনিয়া উজালা ।
তাঁর উপরেই অবতীর্ণ পবিত্র আসমানী কুরআন
তাঁর অপমানে নিখিল বিশ্ব চূর্ণ হবে জানরে বেঈমান ,
সমগ্র আলামীনের জন্য তিনিই রহমত-
তাঁর নামেই লুকিয়ে আছে সমস্ত বরকত ;
ধ্বংস হবি ও পাপী তুই ব্যঙ্গ করিস মোর নবীরে-
দুনিয়াতেই নষ্ট হবি, কষ্ট পাবি কঠিন গোরে ;
ভালোবাসার প্রিয় মুহাম্মদ (সা.), যিনি আমার জান-
তাঁর জন্য সব মুসলমান হবে রে কোরবান ।