পড়ন্ত বিকেলে  তপন ঢলে পড়ে পশ্চিম আকাশে
ফুল গাছের উপর রঙিন ফড়িং বসে,
বসে আছি হেলান বৈঠকে-
ভানুর কিরণ ছড়িয়ে পড়েছে তরু শাখে ।
বাচ্ছারা মহা হুল্লোড়ে উঠানে খেলছে
মুরগি গা ঝাড়ছে বসে ধুলি ঝড়ে গাছের নিচে,
প্রাইভেট টিউশন পড়তে আসা বাচ্ছারা পড়ছে
পড়ে আসা বেলায় সুখস্বপ্নে কেউ ঘুমুচ্ছে;
কুকুরটা নতমুখে নেতিয়ে বসে আছে উঠোনে
নীড়ে পাখি ডানা ঝাপটিয়ে ফিরছে সঙ্গোপনে ।
পুকুরের স্নিগ্ধ জলের  ঊর্মিতে দুলছে রবি কিরণ
প্রাণের মাঝে ঝিকমিক ছন্দ তুলে শিহরণ,
ধীরে ধীরে পশ্চিমে দিবাকর যাচ্ছে ডুবে-
তেমনি করে একদিন জীবন প্রদীপ যাবে নিবে ।