যার হাতেই প্রথম আমার, জগৎ চেনা শুরু
তিনি আমারই প্রিয় হলেন, হলেন শিক্ষাগুরু,
মা ই আমার প্রথম স্কুল, প্রথম বর্ণমালা;
তাঁর হাতেই হয়েছিল প্রথম জীবন চলা।


তারপরেতে পথ চলা, পিতার হাতেই রেখে হাত,
জীবন অনেক কঠিন হতো, যদি না দিতেন সাথ।
স্কুলেতে গিয়ে পেলাম, প্রিয় আমার যত শিক্ষক,
জীবন স্রোতে যারা আমার মুক্তধারার রক্ষক।


শিক্ষক আমায় শিক্ষা দিলো, বড় হতে আকাশ সমান;
শিক্ষকেরই হাতে হয়েছে, জীবন গড়ায় অবদান,
শিক্ষক আমায় করলেন লালন মানব করে তুলতে;
জীবন ভরে গুরুর দোয়ায় চাই যে শুভ পথ চলতে।