সেই মশাল নিভে গেলো আম্রকাননে
জ্বলি জ্বলি করে জ্বললো না আর,
আমার পায়ে পরানো শৃঙ্খল
যার ঘায়ে ক্ষত তৈরি হয়েছে ;
রক্ত ঝরছে, বাঙালির রক্ত
লাল টকটকে রক্ত ।
রক্তময়তায় বাংলার মাটি পিচ্ছিল
দুর্গম পথ পাড়ি দিয়ে তো সে জেনিথ ।
সেই মশাল পাবার আকাঙ্খা
দমিয়ে রেখেছে অত্যাচারে আঘাতে,
পারোনি পারবে না, দুর্বিনীত বাঙালি
যাদের রয়েছে প্রিয় পিতা মুজিব।
যার কণ্ঠকুহর হতে ভেসে এসেছিল
স্বাধীনতা, মুক্তি, বিজয় আর দিক নির্দেশনা,
যে অনুভূতি রক্তকে স্পন্দিত করে
শিহরণে খাড়া হয়ে ওঠে গায়ের পশম;
সেই তীক্ষ্ণ ধারালো ভালোবাসা বিশ্বাস
বিজয় এনে দিয়েছিল, সেই অতুলনীয় স্বাদ
স্বাধীনতার, মুক্তির, বিজয়ের, শান্তির;
যার রেখে যাওয়া প্রতিটি পদচিহ্ন
অনুকরণীয়, অনুসরণীয়, চির ভাস্বর
স্বপ্নময়, শান্তি, ভালোবাসা আর মুজিব;
জ্বলে উঠলো আলোকিত লাল মশাল
যার আলোয় আলোকিত বাংলাদেশ ।