আটকে আছি, কোথায় ? বলবো নাকি !
যানজটে-
অসহ্য ! আর ভালো লাগে না,
এই জটে আটকে গেছে জীবন গতি-
চলবে কত আর ?
আটকে থাকার এই অনাচার;
কবে হবে ? বলবে সবাই –
বাঁচবে সময় এই রাস্তায় ।
নষ্ট করছে, কাজের সময়,
আরো কত মূল্যবান।
কবে আসবে সুদিন ?
ছুটবে এই জটের দিন ।
সময়ের যেন কোনো দাম নেই !
নেই কোনো প্রয়োজন-
নয়তো কেনো এই অনিয়মের যানজট,
মুক্তি পেতে ইচ্ছা জাগে,
আর চাই বাঁচতে-
যানজট মুক্ত এই জীবনে হাসতে ।