সংকীর্ণ চৌকোনা ঘর
নাই যে আপন-পর,
বাতাসের সাথে আড়ি
এমন ই যে এই বাড়ি ।


আঁধারে মিশিয়ে গা
ঘর থেকে ঘরে পা,
সশব্দে ভেঙ্গে পড়ে
আলোর আকাঙ্ক্ষা ।


ক্রমেই বাড়ে আঁধার
জমে জীবাণুরা শত-শত,
সংকীর্ণতা বাড়ে
বাড়ে অবিশ্বাসের ক্ষত !