ফুলদানিতে ফুল নয়
ঢোকানো আছে কতগুলো বন্দুকের নল,
পড়ার টেবিলে ছড়িয়ে আছে বই
তবে তা কষ্টের যাতায় পিষ্ট-
মানুষের করুণ কাহিনী,
যা এরা পড়ে আনন্দ উপভোগের নিমিত্তে ।


শোবার বিছানাটায় ঝুলে আছে
গুলির খোসার মশারি,
বডি স্প্রে-কে প্রতিস্থাপিত করেছে
বারুদের গন্ধ ।


আনন্দ উৎসব করে ফোটানো হচ্ছে
   বাজির বদলে ডিনামাইট,
বাস্তব নাটক সৃস্টি হচ্ছে রাস্তায়
একে অপরকে খুন করছে অবলীলায় ।
মানুষের হাসি নিষ্ঠুরতায় মিলিয়ে গেছে
কাঠীন্য এসে ভর করেছে সর্বত্র ।


ফুলের গায়ে ছোপ ছোপ রক্ত,
তার কোমলতার পুরোটাই যেন
ব্যাঙ্গ-বিদ্রুপাত্মক করে তোলে ।


পাকা ধানের মৌ মৌ সৌরভ
কষ্ট হয়ে ঢোকে ঘরে,
কৃষাণ-কৃষাণীরা নবান্ন করে
চোখের জলে উদযাপন...
দির্ঘশ্বাস সুর তোলে
তবু হাহাকার ঘুরে ফেরে ।


একটা ছোট্ট মিথ্যা,
একটা ছোট্ট ছিনতাই, ছোট্ট অপরাধ,
একে একে গুচ্ছমূল সৃষ্টি করে,
ইঙ্গিত করে এই ভয়াবহ ভবিষ্যতের দিকেই-
নিয়ে যেতে পারে অনাকাংখিত
ভীষণ ক্রুর এই পথেই,
আমাকে,আপনাকে,সবাইকে......।
আসুন, অনাবশ্যক ভুলকে তাই চিহ্নিত করি
আজ আমরা সবাই মিলে,
সন্ত্রাস,দুর্নীতি আর অন্যায়কে
উৎপাটন করি স্বমূলে ।



বিঃ দ্রঃ কবিতাটি বেশ অনেক আগে লেখা...।...এখন এর প্রায় অনেকাংশই ভবিষ্যৎ নয়, বর্তমান !!!