একটানা ঝুম বৃষ্টিতে
ঝাপসা চোখে তোমাকেই খুঁজি আমি ৷
যখন অজস্র বৃষ্টিধারা
জানালার কাঁচে আছড়ে পড়ে-
আমার দৃষ্টি ঝাপসা করে দেয়,
ঠিক তখন আমার দৃষ্টি
সেই কাঁচের সীমানায় আবদ্ধ থেকে
মনের আঙ্গিনায় তোমাকে দ্যাখে ৷
অনেক কল্পনার রংয়ে
আল্পনায় আঁকি তোমায়,
অনেক অবাস্তব-বাস্তবে
একাকার হয়ে গিয়ে
মিশে যাই তোমার অস্তিত্বে ৷
আমার অস্তিত্বকে বিলীন করে দিয়ে
হারিয়ে যাই বৃষ্টির সীমান্তে,
যেখানে আকাশ আর মাটির
বিন্দুমাত্র দুরত্ব থাকে না ৷
ঠিক সেখানেই তোমায় দেখি
আমি যাব, আমায় নিয়ে যাও তুমি ...


হঠাৎ মেঘের ডাকে
নিজেকে আবিস্কার করি নিজের ঘরে-
জানালার খুব কাছে ৷
সেটা হয় তোমাকে হারানোর
আরেকটি কঠিন প্রহর ৷
কষ্ট আর কষ্টেরা আলিঙ্গন করে আমায়
কারণ তুমি যে আমার
     "স্বাধীনতা" ৷