শিউলি কুড়ানো ভোরে
তোরই আঁচল জুড়ে,
থাকতো মেখে মায়া
শুভ্র শিউলি ফুলে ।

ভোর বেলা সে পথে
কুয়াশা ভেজা ঘাসে,
ফেলতি হাল্‌কা চরন
আল্‌তো মৃদু ঘায়ে ।

ধোঁয়াটে কুয়াশার মাঝে
দেখতাম তোরই চোখে,
মিষ্টি রাঙ্গা আলো
ফুলে ছাওয়া বুনো পথে ।

তোরই চলার মাঝে
রইতাম আমি জেগে,
ভুলেই গিয়েছিলাম আমায়
ঘুমিয়ে যেতে হবে !

এতো ঘুমের ঘোর কাটিয়ে
নিয়ে এলি এথায়,
বললি না তো, স্বপ্ন হয়ে -
চলে যাবি সেথায় !

তোকে ছাড়া দিন যে আমার
সাদা - কালো - ধূসর,
ভাবিসনি তুই! জানতি-না বল?
তবে কেন এ অতল আঁধার !

হিম সকালের মৃদু বাতাস
বলে যে তুই নেই !
শীতের কাঁপন, চাদর খানি -
বাড়িয়ে দেবে কে ?

শিশির-কান্না শিউলি ফুলে
যায় না কেউ সে বুনো পথে,
ফুলের ঘ্রাণে বাতাস ভারী
আমার সাথে ঘুমের আড়ি ।

তোকে ডাকি, পাইনা সাড়া
ঘুমকে ডেকে আত্মহারা,
মূহুর্তগুলো বছর যেন
হই যেন আজ পাগলপারা ।

হঠাৎ যেন ভেসে আসে
শিউলি ফুলের ঘ্রাণ,
ঘুমের আড়ি ভাঙ্গালো শেষে
আমার দুঃখের গান ।

অধর জুড়ে হাসির রেখা
খুঁজে পেলাম প্রাণ,
তুই যে আমার চির আপন
এবার তবে মান ।

তুই যেথা গেছিস চলে
আমিও যাবো সেথা,
তবুও জানিনা, আবার -
পাবো কি তোর দেখা ।?।

ধোঁয়াশা আর কুয়াশায় -
সাদা মেঘের আলো,
লুকোচুরি খেলিস তুই,
লাগেনা আর ভালো ।

চিরনিদ্রায় শান্ত হলো,
আমার স্নায়ু ঘড়ি,
চোখ বুঁজে রাঙ্গা পথে
তোকেই বুঝি খুঁজি ...।