রোদ্রের প্রচন্ড তাপে
বাষ্পায়িত ধোঁয়ায় -
অস্পষ্ট কাঁপা কাঁপা
অদ্ভুত রহস্যময় মরীচিকা-
এ যেন সৃষ্টিকর্তার আঁকা
এক বিশাল ক্যানভাস ....
বাস্তব যেখানে-
কল্পনার রঙেই স্বপ্নিল নদী ।
নিষ্ঠুর - নির্মমতা আজ
আমাদের ঘরের সৌন্দর্য ,
কষ্টের স্মৃতিগুলো আজ
পুরনো আসবাব !
সেখানে পুরু ধুলোর স্তর
এখন কষ্টের অনুভূতিকে
ভোঁতা করে দিয়েছে ৷
অপ্রত্যাশিত অসহায়ত্ব আর হতাশায়,
দৃষ্টি আমার সুদূরপ্রসারী-
পৃথিবীর সীমা অতিক্রম করে
মহাশূন্যের নিঃসীম অন্ধকারে ৷
কেউ ডাকে না, অনন্তকাল পরেও
সে দুঃস্বপ্ন ভাঙ্গাতে,
সে ঔদাসীন্য কাটাতে ।
স্বপ্নহীন বাস্তবেই আমি,
দুঃসহ ঘোরের মাঝে -
কাটাই প্রহর ...
হোক তা সকাল,রাত বা দুপুর ৷
নতুন কোনো কষ্টে আর
অনুরণিত হইনা এখন,
হৃদয়ের কষ্টের স্থানটুকু
অপূর্ণ পূর্ণতায় ভরা ।
শুধু হাহাকার করে
সুখের বিস্তীর্ণ মরুভূমি,
দিনের আলোটুকু কেড়ে নিয়ে গেছে
উত্তপ্ত উদ্দাম বালুঝড় ,
বালুময় অন্ধকারের মাঝে
প্রত্যাশা রাতের শীতলতার ,
যেন রাতের আলোয়
চেনা যায় পৃথিবী !
দিনে সূর্যের আলোয়
হতবাক আমি, নিশ্চল আমি
প্রচন্ড গতিময় স্রোতের বিপরীতে ,
উজানে ভেসে চলা-
অর্থহীন দুঃসাধ্য বিষয়
এই আমার কাছে .......