অন্ধকারে আমার ভীষণ ভয়!
ভয় সীমাহীন নিঃস্তব্ধতায়!


তোমাকে জানতে হবে-
প্রেতনগরের কালো চাদোয়া,
কিংবা,
মৃতপুরীর সুনসান শয্যা-
কোনটাই আমি সইতে পারিনা!


তারচেয়ে চঞ্চল হও!
কথার তোড়ে ভাঁজ পড়ুক আমার কপালে,
বিরক্তিভরে নাহয় দেখলামই দেয়ালঘড়িটা!
তবু তোমার চোখে জ্যোৎস্না ফুটুক,
কথায় কথায় মুখরিত হোক আমার চারপাশ!


ডক্টর, তোমাকে জানতে হবে-
আমি হয়তো এমনি!