নদীর ওপারে এক নীলচোখা বাসন্তী থাকে।
তারে দেখার লাগি আমি গাঁয়ে যাবো।
ডানের দিকে স্রোতা নদী প্রবল বেগে ডাকে।
তারে দেখার লাগি আমি বাঁয়ে যাবো।
সেথায় নেই কোনো সাঁকো-সেতু।
নেই কোনো নৌকা।
লোকে নিদ্রুপে কয়ে "নাইযে হেতু।
যাসনে তুই বোকা।"


নদীরা কভু প্রেমে বাঁধা দেয় না।
নদীদের থাকে বুক ভরা প্রণয়।
সবারে তিন স্বপনে দেখা যায় না।
তারে দেখবো, যারে রেখেছি মনয়।
তারে দেখার লাগি আমি গাঁয়ে যাবো।
তার মোহের লাগি কলি সাজায়ে গাবো।


আমি অজপাড়া এক গাঁয়ে যাবো।
প্রেমিক নদীর ঠিক বাঁয়ে যাবো।
গানের কিছু কলি সাজায়ে গাবো।
তবু তারে পাবোনা; নাকি পাবো!
নীলচোখা বাসন্তীর প্রেম হবো।


তারে দেখার লাগি বারবার গাঁয়ে যাবো।