আমরা দু'চারেক পূজারী মিলে একটি মন্দির বানাতে চেয়েছিলাম।
মাটির দেবী বানিয়ে হয়তো রূপার গয়নায় সাজিয়ে দিতাম।
গঙ্গাজল ছিটিয়ে জানতে চাইতাম,
"আচ্ছা স্বর্গ কি সমুদ্রের চেয়েও সুন্দর?"


আমরা দু'চারেক মৌলবাদী মিলে জিহাদ করতে চেয়েছিলাম।
কটুক্তিকারীদের সামনে পেলে হয়তো মাথা কেটে দিতাম।
শেষ রাতের স্বপ্নে জানতে চাইতাম,
"আচ্ছা হুর কি জুলেখার চেয়েও সুন্দর?"


আমরা দু'চারেক যাজক মিলে শ্রেষ্ঠ হতে চেয়েছিলাম।
ঈশ্বরপুত্রের দেখা পেলে হয়তো সবাইকে পাপমুক্ত করে দিতাম।
অব্যাকুলভাবে জানতে চাইতাম,
"আচ্ছা পাপমোচন কি পূন্যের চেয়েও সুন্দর?"


আমরা দু'চারেক ধর্মান্ধ মিলে একটি নতুন ধর্ম বানাতে চেয়েছিলাম।
সব কুপ্রথার মাথায় হয়তো পেরেক ঠুকে দিতাম।
চিৎকার করে জানতে চাইতাম,
"আচ্ছা ধর্ম কি মানুষের চেয়েও সুন্দর?"