তোমার মৃত্যুদিনে তছনছ হয়ে যাবে পৃথিবী।
দক্ষিণের মৃদু হাওয়া তার কোটি বছরের  ক্রোধে_
পরিণত হবে সাইক্লোনে।
থাকবেনা সাগর আর আকাশের মাঝে ব্যবধান।
মেঘেরা চিৎকার করে আমন্ত্রণ জানাবে তোমায়।
বিকট শব্দের ভূকম্পনে তলিয়ে যাবে প্রাণীদের হাহাকার।
বিষাক্ত যন্ত্রণায় তুমি যখন শেষ কালেমা পড়বে_
পাগলের মত দৌড়াতে থাকবে পৃথিবীর সব প্রেমিকেরা।
হায়হায় করে উঠবে মসজিদ-মন্দির-গির্জাগুলোর মাইকে।
আর আমি দাঁড়িয়ে থাকবো ঠিক তোমার কক্ষের দরজায়।
তোমার মৃত্যুর প্রহর গুনবো সানন্দে।
আমার হৃদয়ে তুমি যেই পৃথিবী গড়েছো_
তুমি মরে গেলে তা ধ্বংস হয়ে যাবে।
আমার আবার কেয়ামত দেখার বড় শখ।
তোমার মৃত্যুদিনে তছনছ হয়ে যাবে পৃথিবী_
কিন্তু তোমার মৃত্যু আমার কবিতা লেখা বন্ধ করবে না।
তুমি মরে গেলে নতুন কবিতা লিখবো।
সেই কবিতার নাম হবে,


              "দ্য ডিস্ট্রাকশন অব মাই হার্ট।"