আমার দেশে মেসি নেই
নেইকো ম্যারাডোনা;
তবে,
আমার দেশের ছেলেরাও
একেকটা খাঁটি সোনা।


দেশপ্রেমেতে ভরা এ বুক
ছাড়ছে পশ্চিমা ক্লাব;
স্বপ্ন মোদের আকাশচূড়োয়
খেলবো বিশ্বকাপ।


বধ করেছি ভারত-নেপাল
সাউথ এশিয়ায় সেরা;
গ্যালারিতেও আমরা রাজা
মাঠে সাদ-জামালেরা।


হয়তো;
এক বিকেলে বিশ্বকাপে,
হালকা বেশি রক্তচাপে,
দেখবো মোরা নিজের দেশ,
খেলছে ভালো, খেলছে বেশ।
প্রতিপক্ষ যারাই হোক
ব্রাজিল কিংবা আর্জেন্টিনা;
ভুভুজেলায় মারবো ফুঁক
আমরাতো আর হার-মানিনা।


হেরেই নাহয় গেলাম শেষে,
ফিরবো দেশে, বীবের বেশে।
বুক ফুলিয়ে মারবো লাফ;
বলবো,
খেলেছি মোরা বিশ্বকাপ।