আমি পৃথিবী দেখেছি
ভাঙা-গড়া সব কিছু।
বুদ্ধিমত্তা, চাকচিক্য, খোলা বাতাস,
গ্রীষ্মের গরম,মধ্য জুন,
পাগলাটে দিন,শহরের আলো,
তোমার হাসি আর পাগলাটে বাহানা গুলো!
তুমি কি তখনো আমায় ভালবাসবে?
যখন কিছুই থাকবে না ঘুণে ধরা হৃদয় ছাড়া!
থাকবে তুমি?
জানি থাকবে।
অপেক্ষায় আছি নতুন জীবনের,
নরম বসন্ত, সুন্দর মুহূর্ত,
যেভাবে দেখাও আমাদের ভালবাসা।
কিন্তু আমি দেখেছি,
সুন্দর মুখ ও বৈদ্যুতিক হৃদয়।