মৃত্যুর পূর্বে হায়,
তাকে বুঝিতে কে বা পায়।
কি কষ্ট- কি বেদনা,
পৃথিবী কে ছাড়িতে চায়!
বাপ-মা, ভাই বোন, বউ-বাচ্চা
কেউ বুঝবে না কথা তোমার,
কেউ থাকবে না সাথে।
হে মহান আল্লাহ, আমাকে ক্ষমা করুন,
করুণা করুন আপনার এই বান্দা কে।
আজ সবাই আছে, তাই ভুলে যাই আপনাকে
ভুলে যাই আপনার অশেষ রহমত, নেয়ামত।
তারপরও আপনার কাছে চাওয়া,
হে আমার সৃষ্টি কর্তা, এক এবং অদ্বিতীয় সত্তা,
আমাকে ক্ষমা করুন, করুণা করুন,
নিষ্ঠুর কবরে আমার সহায় হন।