কারো যৌবন সু-মধুর,
কারো বা ভীষন কষ্টের।
যৌবনে কেউ সাফল্যে হাঁসে,
কেউ আবার মুখ লুকিয়ে কাঁদে।
যৌবনে ঘিরে ধরে কত কত অভ্যাস,
কোনটা ভাল কোনটা খারাপ মানতে চায় না মন তা।
যৌবনের এই ঘূর্নিপাকে ঘুরছো কী তুমি?
বলো তো তাহলে যৌবন টা কী?