গাছের নিচে ঝরা পাতা,আমার ভেতর কিসের বাসা!
সে বাসাতে রাত্রি দুপুর পড়ছে তোমায় মনে একা।
তুমিও এখন আমার কাছে এমন একটি ঝরা পাতা,
উড়ছো একা দিচ্ছি না বাঁধা।


ছিলে যখন আমার গাছের সবুজ পাতা,
ভেবেছিলাম এই ভাবে থাকবো বুঝি চিরকাল আমি আর তুমি,প্রিয়া!
ঘনিয়ে এলো কালো মেঘ আর দুঃসময়ের দিন,
ফেলে রেখে আমায় একা তুমি হয়েগেলে বিলিন।
কালো মেঘ সাঁদা মেঘ আজ ও আছে আকাশে,
তুমি এখন অন্য গাছের শাখাতে।
আমার প্রাপ্য অক্সিজেন টুকু তুমি তাকেই দিয়ে যেও,
আমায় মনে পড়লে অন্তত একটা গালি দিও।


এই ভাবে নিজেকে ভাবি আমি আবার,
জানি না আর কত পাতা ঝরে যাবে আমার॥