জয় বাংলা বলে যখন মিছিল যায় রাস্তা দিয়ে,
আমার মনের ভেতর কি জানি কি সন্দেহ জাগে।
দেশে এতো দেশ প্রেমিক তবু দেশের এ হাল কেনো?
গলা ফাটালেই দেশপ্রেমিক হওয়া যায় কিনা তুমি বলতে পারো?
পেটের টানে সেলিম যখন নামে পাশের রাস্তাতে,
জয় বাংলার চিত্‍কার করে কিছু উপার্জন হয় সস্তাতে।
এই দেশপ্রেম নিয়ে দেশ টা করবে কী!বলতে পারো?
মাঠের কৃষক সারা জীবন রক্ত-ঘাম ই দিয়ে গেলো।
দূর্নীতি আর সন্ত্রাসে ছেয়ে গেছে আমার তোমার চাঁরপাশ,
বাংলাদেশ  কেঁদে ওঠে এই বুঝি ছিলো ভাগ্যের পরিহাস।
নিজের টুকু গুছিয়ে নিতে সবাই তত্‍পর,
সোনার বাংলা যাচ্ছে কোথায়!খোজ রাখে না কেউ তার।
আধুনিক দেশপ্রেমিক দেশপ্রেম শেখাতে আসে ৭১ এর যোদ্ধা কে,
হায়রে!এই বুঝি ছিলো তাদের বৃদ্ধ কপালে।
দেশপ্রেম আর ধর্ম আলাদা তো নয়,
দেশপ্রেম শুরু হয় মসজিদ-মন্দির-প্যাগোডা আর গীর্জায়।
যদি নিজ ধর্ম মেনে গড়ে তুলি আমাদের নিজেকে,
দূর্নীতি-সন্ত্রাসী পালিয়ে যাবে ভেতর থেকে।
এই ভাবে গড়ে উঠতে পারে একটি সোনার বাংলা,
৭ মার্চের ভাষন কে তোমরা এতো সহজে ভুলে যেয়ো না।
গনতন্ত্র এখন শাসক তোমার ঝুলিতে,
ভয়ে ভয়ে কবিতা লিখি আমার কবিতার আসরেতে।