ভালোবাসাকে আকড়ে ধরে লিখছি এই কবিতা,
তোমার কি মনে পড়ে আমার ছবিটা।
ভয় পেয়ো না!কোনো কিছু চাইবো না আজ তোমার কাছে,
যা ছিলো তোমার,তা তো দিয়েছো অনেক আগেই।
অলস ভাবে যাচ্ছে দিন,যাচ্ছে চলে রাত,শূন্য ঘরে সিগারেট মুখে আমি বরবাদ।
ইচ্ছে করে তোমায় কাছ থেকে একটু আদর করি,
দূর থেকে ভালোবাসার মতো কষ্ট যে আর নেই।
খোলা জানালা দিয়ে বাতাস এসে,বলছে আমায় ভালোবেসে,
নিকোটিনকে করেছ আপন,কলমকে করেছ পর।
দুঃখে হাসি,সুখে কাদি,
   এইতো আমি দারুন আছি।
তোমার মনে বাসা বেধে,
কে যেন দিয়েছে আমায় দূর করে।
গানের সুরে,
কবিতার ছন্দে নিয়েছে তোমায় আপন করে।
এই সব ভেবে কাটছে দিন,
কাটছে কতো রাত,
শুন্য ঘরে সিগারেট মুখে আমি বরবাদ।
ভালোবাসা,বিচ্ছেদ অতঃপর ঘৃনা,
সবই  দিয়েছো আমায় না করে ছলনা।
প্রথম প্রেম,প্রথম গোলাপ সবই ছিল তোমার,
ছিলনা শুধু তোমার মনটা একান্তই আমার।
কি করে যে শুকিয়ে গেল প্রথম গোলাপ ফুল,
প্রেমের বাগানে ঢুকলো এক খ্যাকশিয়ালের পুত।
  এখন আর চাইনা ভাবতে তোমায়,
তোমার দেওয়া ছবি,
অতঃপর আমি একজন ব্যর্থ কবি॥॥