স্মৃতির পাতায় রয়ে যায় দাগ
অবচ্ছিন্ন - অবিনশ্বর - প্রাগৈতিহাসিক।
প্রতিটা দিন, প্রতিটা রাত,
মুহূর্ত অবিরাম,
হাসি-কান্না মান অভিমান
রক্তিম স্মৃতি, খাম বন্দী জীবন।
জ্বল জ্বলে চোখে, ছল ছলে চাহনি,
রাতের কালো তে মুক্তর মত
স্মৃতি মুক্ত হওয়ার অভিলাষ।
পারব কিনা জানিনা।