মনের ঘরে কেউ ছিলো না করলে তুমি ভর,
আপন ঘরে থেকেও আমি হলাম সবার পর।
ঋদ্ধি বলে হাতের রেখা নয় ভুল নয় ধোঁকা,
মনের ঘরে বসত তোমার উপর থেকেই লেখা।


ভরলো না মন ছুটলে গিয়ে মুক্তি দুয়ার পানে,
আমিও কড়া খুলেই মগ্ন কোন সে সুরের টানে।
বীণা-সেতার মিশ্রণে তান … এসরাজ বিহ্বলে,
তপস্যা মম চুরমার … তব মূর্ছিত কৌশলে।


আকাশ ভরা চন্দ্র-তারা ভোরের অংশুমালী,
ঢেউয়ের কোলে ফেনায় তবু ঝিনুক কেন খালি?
পাহাড় গায়ে শীতের চাদর তুহিন সূতোয় বোনা,
জমাট দুখের সেই বরফে জল কেন যায় গোনা?


আমার আঁধার আলয়ে এখন অমাবশ্যার হাসি,
এষণারা সব উড়লো … বলে, বিয়োগ ভালোবাসি।
এক আকাশেই উড়ছি মোরা নিবাত মনের যোগ,
মনের দখল কেউ নিলো না, সারলো না আর রোগ।



- সংযুক্ত আরব আমিরাত
- ৫/৯/২০২৩