বছর ঘুরে ত্রিশ দিনে  
তোমার স্মরণে এলাম,  
বাকি  দিবসের  হিসেব না হয়  
পরেই তোমায় দিলাম।  
রহমত ও বরকতে ভরা
পবিত্র সিয়াম মাস,
আহ্বান হোক মানব কল্যাণে
এই আমলে বাঁধি শ্বাস ।


তাই যদি হয় ওয়াদা প্রভু
তোমার খুশির তরে ,
তবে কেন মম ইন্দ্রিয় বলে
বিপণন করি এই কলে।  
আপনার লোভে শোষণ করেছি
অসহায় পীড়িত আত্মা ,
অর্থ আমায় অন্ধ রেখেছে
ভুলে কাঙালের সত্তা।  


তোমার বাণীর ভুল প্রচারে
কতবার দিলেম সারা ,
কালো পাথরে খেয়েছি চুমু  
ভুলেছি বুভুক্ষুর পীড়া ।  
তাতে কি আর ক্ষান্ত ছিলেম
প্রাণে মন্দ চিন্তার দিন,
চড়া বাজার গমগমে যার
দরিদ্র সেথায়  লীন।  


যেই রাসুলের
ত্যাগ-ইনসাফে ধ্বনিত
সাম্যের বাণী,
তাঁরই উম্মত হয়ে কেমনে
মানবতার করি হানি ?
অন্তর মোর আলোকিত করো
হে; ক্ষমাকারী মেহেরবান,
ইসলাম হোক পথ প্রদর্শক
মানবতা যার নাম।


- সংযুক্ত আরব আমিরাত
১৭/৪/২০২২