আকাশ একা মেঘে ঢাকা
রোদ বহুদূর নেইকো দেখা,
বৃষ্টি শুধু কেঁদেই গেলো
মরুর বুকে মুখ লুকালো,
বেপরোয়া শ্রাবণ ধারা
মনকে করে দিশেহারা…


এমনই প্রহর মনে মনে
অযুত কথার কাঁথা বুনে ,
রেশমী সূতোর বুনোট ভিড়ে
স্বপ্ন তোমায় খুঁজে ফেরে ,
হিম শরীরে জড়িয়ে থাকি
স্পর্শ তব বুকে রাখি…


বৃষ্টি ভেজা অপেক্ষাতে
পাহাড় সমান উষ্মা থাকে,
অধর কাঁপে কাতর শোকে
সব কথাতেই প্রশ্ন থাকে,
মান অভিমান ক্লান্ত লয়ে,
আছড়ে পরে ঢেউয়ের  কোলে…


সায়র গভীর হৃদয় তলে
দুখ টেনে নেয় অন্তরালে ,
হয়তো বা সুখ এই গহনে
তোমার আমার সংগোপনে,
একটা আকাশ রোদের আশায়
মেঘকে রাখে খুব নিরাশায়.....


সংযুক্ত আরব আমিরাত


৮/০৩/২০২৩