মিল ছিলো …….


গভীরের ক্ষত হতে,
পথ না পেলেও পাওয়ার আশাতে,
হাঁটতে হাঁটতে সুর মিলে যাওয়াতে,
কোনো একান্ত গন্তব্যে মেশার আকাঙ্ক্ষাতে,
কোনো বিষাদের গল্প ভাগাভাগি করতে,
কোনো আনন্দের এক টুকরো জায়গা তৈরিতে।


সেই পথ না তোমার জানা, না আমার দেখা,
তবুও অচিন ব্যথার কালিতে একই ঠিকানা লেখা,
হাত বাড়ালে আমার তরে শত ভিড়ের মাঝে
আমিও কি ভেবেছিলাম অবেলার এই সাঁঝে,
সেদিনও ছিল বৃষ্টি তবু তাপ দাহনে অপারগ,
শীতল মনের উষ্ণ ক্ষোভে দুটি হৃদয়ে ক্ষ্যাপা রোগ।


খুঁজে পেয়েছি তোমায় আমি তমসাচ্ছন্ন অনন্তে,
তুষের আগুন জ্বালিয়ে মনে পথ চলছি অজান্তে,
মিল ছিলো না সহজ, বুঝিনি অমিলের কি যে মানে,
ছুটছি দুজন কোন তাড়নায় মনই ভালো জানে।
অভিমানী তার ছিঁড়ে গেছে কোনো উষ্মা-বেহাগ তানে,
কথামালা সব অস্থির … আর লেখনী ভাটার টানে।


-সংযুক্ত আরব আমিরাত