অশ্রুবারি অঙ্গীকার তব
বীণার তারে সাজে,
না গাওয়া এই গানের কলি
সহসা হৃদয়ে বাজে।  


আবেগ আমার শব্দ তোমার
নিত্য প্রভায় খেলে ,
অন্তর আজ অকারণেই যেন
ঝড়ো হাওয়ায় দোলে।


আড়াল মেঘে গুমরানো নভঃ
নিনাদে কেঁদে ওঠে,
পথ হারাবার ভয়ে তনু মোর
থরথরিয়ে কাঁপে।


অভিমানে রাগ ভৈরব
কানে মধুবন্তীতে বাজে,
জেনো তুমি ...
তাতে গায়ন সময়
প্রহর গুনে থাকে।  


রাগ-বিরাগে অঙ্কিত প্রেম
বিস্মিত করে মোর চিত্ত,
খরা সুখে তাই ভালোবেসে যাই
যদি দেখা পাই... মেঘ গর্জনে
ময়ূর নৃত্য।


সংযুক্ত আরব আমিরাত
২৭/১২/২১