স্পর্শ তোমার উষ্ণ মনে
বাজায় বিষের বাঁশি,
আছড়ে পড়া সায়র কোলে
সফেদ ফেনা রাশি।



ঝিনুক ভেঙে মুক্তো পেলে
কেউ দেখেনি যারে,
গ্রীবায় মালা সাজিয়ে দিলে
অতল পারাবারে।  


সূর্য ডোবা আভা থেকে
রং চুরিয়ে নিয়ে,
ভরলে আমার বিবস্ত্র মন
জোনাক আলো দিয়ে।


কল্পনার এই রাজপ্রাসাদে
একই ছিলো রানী
বন্দী তোমার সৃষ্টি তরে
নেই কোনো তার গ্লানি।


কৃষ্ণ আঁখি পাতায় পোষা
স্বপ্ন ভালোবাসি,
তোমায় দিলাম ভুবনমোহন
নীল অধরের হাসি।



সংযুক্ত আরব আমিরাত


১৬-০১-২০২৩