গল্পগুলো সত্যি ছিল
ভুল তো কিছু নয়,
বই - এর পাতায় তুমি আমি
আসল কি আর হয়?



ভাবনাগুলো আমার ছিল
দাওনি কিছুই ধার,
বেখেয়ালি ঋণের চাপে
হৃদয় হলো ভার।



দুঃখগুলো তোমার আমার
যে যার মতো একা ,
নরম বালিশ রেশমী চাদর
বিছানা তবু ফাঁকা।



সুখের আকাশ কে ছুঁয়েছে
নেই তো মোদের জানা,
ইচ্ছে ঘুড়ি স্বপ্ন দেখে
মিলবে কি তার ডানা ?



সঙ্গী ছিলে অভিমানের
করলো সে তাই পর,
মুক্ত বিহগ ছটফটে মন
বাঁধলে না তো ঘর।



নিলয় আমার পরিপাটি
আলোকমালায় ভরা,
ব্যাকুল পরান বন্দী খাঁচায়
আঁধার দেওয়াল ঘেরা।



পথটা যতো সমান্তরাল
দেখেছি দূর থেকে,
টুকরা হোঁচট… খেলে কি আর
হাত পাবো এই হাতে ?



মন-কথনের প্রশ্নগুলো
রইল পাতায় পাতায়,
পরিশেষ আর লিখবে না কেউ
আমার মনের খাতায়।



সংযুক্ত আরব আমিরাত
৪/১১/২০২২