সন্ধ্যা নামার একটু পরে
আকুল নয়ন এক নজরে
দেখছে তোমার পথ,
সমুখ দুয়ার আলো করে
লোক দৃষ্টির অগোচরে
থামবে তোমার রথ।


পান চিবিয়ে ঠোঁট রাঙিয়ে
হাতে ফুলের হার জড়িয়ে
বাতাসে আতর মিশে,
ধবল ধুতির ভাঁজে ভাঁজে
সোনালী সুতোর কারুকাজে
কৃষ্ণ আঁখি হাসে।


নিদের বিদায় মোহ সুরায়  
ঘুঙুর বাজে তীব্র ধারায়
ঠমক লাগে কাঁখে,
রেশমী চুড়ির ঝনঝনানি
বেলীতে ঢাকা দীঘল বেণি
অঙ্গে সুবাস মাখে।  


আঁধার আলয় দীপ্ত করে
ঝাড়বাতিরা কথা বলে
মুখরিত... মজলিসে,
এ কোন সুরে বীণা বাজে
কম্পিত মন গৌরী রাগে
কল্পনাবিলাসে।


এমনি আসর বসবে কবে
হারিয়ে যাওয়া স্মৃতির বাঁকে
কাব্য কথায় রাখি,
সেই যে হৃদয় ছুঁয়ে গেলে
মন কাগজে লিখে দিলে
রইল সবই বাকি .......


সংযুক্ত আরব আমিরাত
১৬/১২/২০২২