রতি


আমার পালক রূপের গুনে
যত্নে কাছে নিলে,
আদর-সোহাগ ছিল তবু
পিঞ্জর আগলে ধরে,  
অনুরাগের অধীনতায়
অজানিত অনুষঙ্গে,
স্বপ্ন রঙিন শূন্যলোকে
মুক্ত ডানা দিলে।


ক্লান্ত পতগ বারেবারে
ফিরে আসে আপন ঘরে,
রাগ-ঈর্ষা-অভিমানে
পথ হারানোর ভয়ে,
ভাবে মনে কোন শাসনে
আবেগ পিছু টানে,  
পোষ মানা খগ তমসা প্রভায়
যাবেই বা কত দূরে?


মুক্তি এষণা আড়াল করে
অনুরক্তির তরে,
দুয়ার খুলে রাখো যদি
এই আশাতেই মরে,
একটু সুখে তুষ্ট প্রাণে
হৃদয় জোড়ার ভুলে,
খাঁচার পাখি রূপের লাগি
সুখ সহ্যের নহে।


সংযুক্ত আরব আমিরাত
৯/৩/২০২২