আমি আমার থেকে লুকিয়ে
চলে যাবো,  সকলের ইচ্ছে মিটিয়ে।
পরে রবে আমার শূন্য নিলয়।


বাতাসে পাবে না আমার গন্ধ
আমার চিরতরে রবে নাক বন্ধ
পাবে না আর চিরচেনা আলয়।


আমায় ছাড়া ফুটবে এক নতুন সকাল,
রৌদ্রজ্বল সূর্যের তাপ হবে আমার আড়াল।
আমি আর করবো না রৌদ্রস্নান


চাঁদ মামা, তারা দল খুঁজবে আমায়
গগনপানে মেঘমালা পালায়
নীরবে আমি সমীরে ম্লান।


দক্ষিণা বায়ু পশ্চিমা ঝড়
পর্বেতে সূর্যের তাপ প্রখর
[বিদ্রূপাত্মক আমি


এখন কেনো আমায় নিয়ে কথা?
কত কথা, কত স্মৃতি যথাতথা।
আমি চলে যেতেই আমার দেহ দামি।]


হয়তো আর কিছু দিন পরে
সভাসদ সকলের তরে
চলে যাবো স্মৃতির গভীর গহ্বরে

পাবো কি তব বিদীর্নহীয়ার কোণে
ভাববে কি কেউ আমায় বসে বিরনে
রাখবে কি মোরে, হীয়ার মাঝে ধরে
আমি ওপার ফেরার পরে।