আমার চঞ্চল জীবন এখন স্তব্ধতা,
আমি ভেঙে দিতে চাই সকল নীরবতা,
আমি ফিরে পেতে চাই সেই সরলতা।


আমার জীবন এখন ধূসর কালোই সংমিশ্রণ
আমি মুছে দিতে চাই সকল কালোর সংস্করণ
আমি ফিরে পেতে চাই সেই আলোর আবরণ।


আমার জীবন এখন ঠিকানা হীন নদীর স্রোত
আমি দূর করে দিত চাই  ঢেউয়ের প্রতিরোধ
আমি ফিরে পেতে চাই সেই সকল আনত।