দিন যায় রাত আসে, এমন করে বছর কাটে,
এ শহর শূণ্যে রেখে ভিড়াও তরী কেন ঘাটে।
শত অপেক্ষায় কত অবহেলা কাটে রোজ,
বেইমান মন তার কথাই ভাবে, যে নিলো-না খোঁজ।


যে জন দিয়েছে মন খারাপের রাত উপহার। 
তাকেই কেন ভেবে করে রাত্রি পার?
নির্ঘুম, প্রয়োজন ডায়াজেপামের ডোজ
বেইমান মন তার কথাই ভাবে রোজ,
যে নিলো-না খোঁজ।


এ শহর ভিন্ন রঙে রঙ্গিন,
যাকে খুঁজি রঙ মিলাতে, সেই-তো  রং হীন।
যেই আবির মাথা জীবনকে করেছে কৃষ্ণ কাগজ,
বেইমান মন তাকে করে রঙিন করে রোজ,
যে নিলো-না খোঁজ।