নিঃসঙ্গ আমি তোমায় বিহীন
শূন্যতার পথ যে ভীষণ কঠিন।
সময়ে ধরে গেছে প্রতীক্ষার প্রহর।
তুমি আবার আসবে বলে
তোমার স্মৃতিরা খেলা করে
বুকে উঠে অপেক্ষার ঝড়
দুর্ধর্ষ এক কিশোরীনী
হৃদয় স্পর্শ তার চাহনি
মায়াবী রূপে আমি রূপান্তর
সুরেলা কণ্ঠে রেখে যাওয়া কথা
আজো হৃদয়ের গভীরে গাঁথা
হঠাৎ কানে বাজে তোমার কণ্ঠস্বর।
ওহে আদরিণী!
বড় একা আমি তোমায় বিহীন
অন্ধকার পথ যে ভীষণ আলোহীন
অপেক্ষায় ধরে গেছে প্রতীক্ষার প্রহর।