তুমি  আসো সেই সফরে
বয়ে চলা দক্ষিণা বায়ু চিরে
তুমি সঙ্গী উত্তর বায়ুর
শেষ ক্রন্দনরত আয়ু র


অগ্রহায়ণ শুরু, তোমার আগমন
পোষ মাঘ শরিয়া তোমার বিচরণ।


তুমি আসো কুয়াশার উত্তরী গায়ে জরিয়ে,
তুমি আসো শিশিরে ঘাসের আগা ভিজিয়ে।


তুমি আসলে পরে
সারা বছর ধরে
জমিয়ে রাখে যে পাতা


তুমি আসলে তারা
জনক ছাড়া
পর করে দেয় পল্লব মাতা


তুমি আসলে পল্লব  কানন গিয়ে,
তুমি থাকো ঝরে যাওয়া পাতার মর মর শব্দ নিয়ে।


পথশিশুর মুখে নাই ভর
কাপে সে থরথর
ছেঁড়া কাঁথায় রাত্রি কালিন


তুমি আসলে বাড়ে কষ্ট
আদুল গায়ে কভার নষ্ট
শত ছেঁড়া  ময়লা মলিন


"হে শীত তুমি যাও তার ঘরে
প্রিয় তুমি যার তরে
সে থাকে ভোগবিলাস, আলিসান ঘরে
কেন আসো আমার ঘরে?


নাই চালা তাই খুঁজি উনুনের তাপ
তুমি আমার নও প্রিয়,  তুমি আমার অভিশাপ। "


যাও তুমি চলে  
রেখে আমায় বসন্তের কোলে।