তোমাকে ভুলে যেতে হবে,
ভুলে যেতে হবে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলা পথ,  
ভুলে যেতে হবে তোমার রাঙা পায়ের ধুলি মাখা দীর্ঘজটের  পথ।


তুমি কি এই বিকেল পর্যন্ত  আমাকে ধার দিবে? শুধুই বিকাল টা!
এই শেষ বিকেল! তারপর তোমার আমার পথ-টা আলাদা ।
ভীষণ আলাদা।
যদিও, আমি তোমাকে সময় নিয়ে  কথা বলতাম।
ভয় পেওনা,  এখন খুব সংক্ষেপে কথা বলবো,


আচ্ছা.. মনে কি পরে তোমার?
প্রথম দিনের কথা!


তুমি এসেছিলে আমার জীবনে,
কোনো এক ঝুম আষাঢ়ের দিনে।
হবে হঠাৎ বৃষ্টি  অহেতুক কারণে।
অকারণে....


আচ্ছা থাক এসব কথা।
তোমাকে ভুলে যেতে হবে।  
এখন পুরনো  স্মৃতি গুলো শুধুই সুতা হীন মালায় গাঁথা।


চল,  বসে গোধূলি দেখি।
একে অপরের দিকে তাকিয়ো না,
চোখে চোখ রেখো না।
তোমাকে ভুলে যেতে হবে।
ভুলে যেতে হবে সব যাবতীয় কথা।
তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা সকল ডাকনাম


জ্বলন্ত সূর্য কেমন লাল হয়ে নিভু নিভু করছে।
খানিক টা ডুবে গিয়ে অর্ধ-বৃত্তাকার ধারণ করেছে।


ঠিক যেন আমাদের মত,  
সমান্তরাল পথ-টা বাঁকিয়ে অর্ধবৃত্তে সমাপ্তি হবে
কে ভেবে ছিলো কবে?


তোমাকে ভুলে যেতে হবে
পুরো বৃত্ত পূরণের সুযোগ নাই-বা মিলবে
আর কিছুক্ষণ বাদেই তুমি চলে যাবে।
আমি শব্দ হীন বাক্য চিৎকার করে বলতে চাই।
তুমি ছিলে,
আমার পুরো হৃদয় জুড়ে।


কিন্তু তুমি সে চিৎকার শুনবে না।  
কিংবা শোনার চেষ্টাও করবে না।


তোমাকে ভুলে যেতে হবে,
আর কিছুক্ষণ পরে।


তোমায় নিয়ে সমুদ্র  দিব পাড়ি
"উঠ আমার স্বপ্নে বুনা সুখের ভেলায় "
"হঠাৎ তুমি বলে উঠলে ক্ষমা কর আমায়, ক্ষমা কর।


আমি ভুলেই গিয়েছিলাম  তোমায় ভুলে যেতে হবে  
তোমার সমাপ্ত লগ্নের ধ্বনির প্রতিধ্বনি বার বার  
আমার কর্ণ ভেদ করে মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে যায়
" ক্ষমা কর,  ক্ষমা কর আমায়।


হঠাৎ চেতনা ফিরে পেতেই..  
তুমি হলে আঁখির ও - বাহির,  না ফিরে তাকিয়ে
আমি চিরস্থির.............!


আড়ালে রয়ে গেল,
আমার যত কান্না শত চিৎকার।
রয়ে গেলে হৃদয়ের হাহাকার।

যে অশ্রু দেখা যাইনি সাধারণ মনুষ্য অক্ষি দিয়ে।
সে চিৎকার শব্দ শুনতে পাইনি কেউ।


আছি পরে,
সারে তিন-হাত সুখের নীড়ে।
শত বিরহের কবিতা আমায় ঘিরে,
হারিয়েছি শত কোটি নক্ষত্রের ভিড়ে।