লিখবার সাধ ছিলো, লিখতে পারিনি সে-রকম !
আদর সেধেছি যেই, ওমনি ফেলেছে কেঁদে কবিতার শিশু মনোরম !
গল্প’রা পালিয়েছে ছুঁয়ে দিতে চাইতেই এক-ছুটে কত কত বার ,
কলম ও খাতায় ভরা শূন্যতা নিয়ে তাই সংসার আমার !
অথচ খাতায় আমি বুনতে চেয়েছি কিছু আলো-বীজ, জোনাকির মত !
তবুও খাতার ভাঁজে কেবল পোয়াতি হলো শূন্যতা-নারী অবিরত !
কিন্তু লেখনী যার রক্তে রয়েছে, তাকে দমানো কি সহজ কনক ?
ঠোঁটের হরফ দিয়ে আমিই প্রথম তোর দু-ঠোঁটের জীবনী-লেখক !