সময় শূন্য দীর্ঘ একটি জীবন যাপন করছি ,
ঘড়ির কাঁটারা যা'ই বলুক না, আমার এমন'ই লাগছে !
অনেক অনেক দিন আগে ছিলো সময় ৷ এখন মৃত ,
ঘড়ির কাঁটারা যা'ই বলুক না, আমার এমন'ই লাগছে !
ঘড়ির কাঁটারা যা'ই বলুক না
সময়ের জয়-গান করুক না,
সে তার ব্যাক্তিগত !
আমার কাছে সময় মানে,একদা ছিলে তুমি
পাশে বসলেই তিন'টা নিমেষে আট'টা হয়ে যেতো !
আমার কাছে সময় মানে, সে তিন-আটের মাঝ'টা
'আপেক্ষিকতা' বলে যাকে লোকে হেয় করে অবিরত !