সব কথা কি শোনার থাকে লোক
কিছু কথা তাই ঘাসের সাথেই হোক 
কিছু কথা তাই পাখির মত, তুলোর মত, 
'হরেক মাল দু-টাকা'র মত, উড়িয়ে দেয়া হোক
পকেট মারের চাওয়ার মত
কিছু কথা তাই মনের সাথেই হোক !


দেখ মেয়েটা শরীর দেখায়?
সে-ই দাতব্য সংস্থা চালায় !
বুক চিরে দেয় কনসার্টে কনসার্টে!
জঙ্গী বলে ধর্ম কথা
'কতল কতল যথার্থতা'
ধর্ম তখন কাকে ভেংচি কাটে ?
ধর্ম তখন বিচার মতন চায়, কে ধ্বংস হোক ? 
সব কথা কি বোঝার থাকে লোক
কিছু কথা তাই কথার সাথেই হোক!
কিছু কথা তাই আমার মত
আমার ভালোবাসার মত 
তোমার শুনেও শুনিনি'তে জমা হোক
কিছু কথা তাই ফু-দিয়ে উড়ানো হোক !



আমাকে জড়িয়ে রাখা তোর দুটো হাতে ছিলো স্বাভাবিক শিল্পের ভার !
তার সাথে পিঠ ফেটে আরো দুটো হাত তোর , ছুঁলে হাত রাজ-রাজড়ার ,
অস্বাভাবিক হলো, হলো তবু তোর'ই কত জয়জয়কার !
বিমূর্ত শিল্পের যুগ এটা, কি আর করার !
অস্বাভাবিক ভাবা আমাদের প্রতি ধিক্কার !