ওহৃদয় তুমি কি চাও বলোতো সোনা ?
শরশর কাঁপে তালপাতা, শুনে কাঁদো
ধূলো-গড়া ঘরে ধূলো-বিমুখতা বাঁধো
কি পেলে আমাকে নির্ঘুম রাখবেনা ?
ওহৃদয় তুমি কি চাও বলোতো সোনা ?


ফাঁকা ধানখেতে নেইয়ের বেদনা তোমার
গতবার ছিলো, এবার মাঠেতে ধান
এবারও তোমার গলে তবু ব্যাথা-গান,
সে’বার ‘ধান’এর ‘মুখ’ এর বেদনা এবার !
ওহৃদয় সুখ যে কোনো একেতে সবার !


ওহৃদয় তুমি কবিতা লেখার ছলে
একবার খোঁজো প্রেমজ অন্যদিন
পুনরায় বলো ‘একা দিন কি রঙ্গীন’
আসলে কি চাও, তাড়াতাড়ি দাও বলে
এখনি আবার তার আসার কথা চলে !


আজকে ভাবছি ভালোবাসি দেবো বলে !