তুমি দেবতা-কুলীন পূজনীয় সব্বার,
আমি মেঘনাদ!
আমি পরাজিত, তুমি জয়ী,
আমি জয়ীর বিরূদ্ধে প্রতিবাদ!
তবু আমারও কিন্তু হয় গুণ-কীর্তন  
লিখেছেন মাইকেল মধুসূদন ৷
মেঘনাদ-বধ কাব্যে
আমায় কে খল ভাববে  ?
পারবেনা, সেথা আমি বীর...
শত্রু আমি ? তবু আমার দৃষ্টি-কোণ
আমার কাছে সুগভীর!