স্মরণশক্তি লোপ পায়নি আঁধারেও !
চিনে নিয়েছি সম্মুখে কে, কদ্দুর গেলে !


আর দমকা হাওয়ার মত নাকমুখে ঢুকে
সোজা মস্তিষ্ক-সন্তুরে ভিটে গড়া চৈত্র-গোধূলি থাকতে চিনতে কষ্ট কি !
দিনরাত তো বাজিয়েই চলছে টুংটাং এক’ই পুরনো রেকর্ড !


এবং আমি তাকিয়েই থাকলাম !
যেহেতু এই তাকিয়ে থাকা’টা
কারান্তরীণ কারো সাথে বাইরের কারো কথা বলার মত সময়বাঁধা,
সেহেতু আমাকে পেরোতে হবে
একচিলতে চাপা-হাসির এ-সাঁকোটি একটু পরেই !


আমি পেরিয়ে এলেই পেছনের সাঁকোটি ভেঙে পড়ুক  !