মেলেছি দু-চোখ’ই ঠিক ঠিক
দেখেছি চাঁদোয়া প্রতিপদ
তুমিও তখন ছিলে বা-পাশেই
সেকি কথা দৃশ্যটা মনে নেই !


আরে ভাবো, অন্ধ তো তুমি এক !
সেইযে মাধবীলতা মরলো
সেই রাতে একসাথে কফিপান
কাঁদছিলে, আমি গেয়ে গেছি গান !


কেন কাঁদছিলে আমি দেখেছি ?
না’তো, ভাবলাম সুরে রবিদা’র !
আর এতসব দেখে পারা যায় !
মন-পথে শর্টকাটে কে কোথায় !


তাহলে অন্ধ তুমি, আমি কি ?
বের হবো, এনে দেবে ছড়িটি?