আমি বললাম, লোকটা গিটার বাজায়
বললেন, সে’তো গিটার-বাহক নয়
আমি বললাম, বা-হাতের নখ কাটা
তিনি বললেন, তাতে কি প্রমাণ হয় ?
আমি বললাম, কিছুনা, চলুন হাঁটি
আমরা হেঁটেছি পাশাপাশি, গায়ে গা-লাগিয়ে ছায়াটি !
আমি বললাম, লোকটা গিটার বাজায়
বললেন, সে’তো গিটার-বাহক নয়
আমি বললাম, বা-হাতের নখ কাটা
তিনি বললেন, তাতে কি প্রমাণ হয় ?
আমি বললাম, কিছুনা, চলুন হাঁটি
আমরা হেঁটেছি পাশাপাশি, গায়ে গা-লাগিয়ে ছায়াটি !
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
বেশ তাই হোককবি
বাঃ ! নতুনত্ব পেলাম প্রিয় । খুব সুন্দর হয়েছে ।
ভালোবাসা জানাই...।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.